To visit old website, click here

ভর্তি তথ্য

বিসমিল্লাহির রাহমানির রাহিম

নব প্রজন্মের প্রকৃত মেধা বিকাশের বিশ্বস্ত সঙ্গী পূর্ণাঙ্গ ডিজিটালাইজড বিদ্যাপীঠ

উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ)
ঈশ্বরগঞ্জময়মনসিংহ
Web : www.uchakhilahss.edu.bd

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য তথ্য ও নির্দেশাবলী

আমাদের অর্জন ও অঙ্গীকার...

দেশ ও জাতির চাহিদার আলোকে আধুনিক জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক সুশৃঙ্খল শিক্ষা বিস্তারের লক্ষে পশ্চিম ঈশ্বরগঞ্জের মনোরম পরিবেশে school, college and ssc-vocational শাখার সমন্ময়ে প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা এবং মেধা চর্চার নিমিত্তে বর্তমানে এখানে শিক্ষার গতি ধাপে ধাপে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে  এখানে প্রতিভা গড়ার আন্তরিক প্রচেষ্টা আর মনোবলের কোন প্রকার ঘাটতি নেই  শিক্ষার সাথে আনন্দের সংমিশ্রণে সম্ভাবনাময় কিশোর-কিশোরী/তরুণ-তরুণীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই অত্র প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য শিক্ষক-কর্মচারীগণের অক্লান্ত পরিশ্রমসুদৃঢ় প্রশাসনিক কার্যক্রম আর সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থাপনার বদৌলতে প্রতিষ্ঠানের সকল স্তরের পরীক্ষার ফলাফল বরাবরই অত্র উপজেলায় প্রায় শীর্ষ পর্যায়ে রাখার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে  সামনের দিনগুলোতেও অত্র প্রতিষ্ঠানের সুনাম এবং সুখ্যাতির আরও প্রসার ঘটানোর লক্ষে আমরা দৃঢ় অঙ্গিকারাবদ্ধ

আমাদের বৈশিষ্ট্য……

০১) ধূমপান  রাজনীতিমুক্ত নিরাপদ ক্যাম্পাস
০২) একঝাক তরুণ সৃজনশীল প্রশিক্ষিত মেধাবী শিক্ষকদের সমন্বয়ে  সপ্তাহে ০৫ দিনই প্রতি বিষয়ের ক্লাস 
০৩) যুগোপযোগী পদ্ধতিতে পাঠদান- মাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা নিয়ে কোর্স সমাপ্ত 
০৪) প্রতি পরীক্ষার  ফলাফল এস এম এসের মাধ্যমে  অভিভাবকদের জানানো  ।
০৫)পুঁথিগতবিদ্যার পাশাপাশি খেলাধুলাআবৃত্তিবিতর্করচনা প্রতিযোগিতাবিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতাসহ নিয়মিত সাংস্কৃতিক চর্চা্র বিশেষ ব্যবস্থা 
০৬) আইপি/সিসি ক্যামেরাযুক্ত অত্যাধুনিক মাল্টি মিডিয়া ক্লাস রুমে পাঠদান
০৭) আধুনিক ইন্টানেট বেইজড কম্পিউটার ল্যাব।
০৮)  ক্লাসের পড়া ক্লাসেই শেখানোর বিশেষ ব্যবস্থা  
০৯)  
সমৃদ্ধ বিজ্ঞানাগারে হাতে কলমে শিক্ষাসহ নিয়মিত গ্রন্থাগার ব্যবহারের সুবিধা।
১০) অনিবার্য কারণে ক্লাসের ক্ষতি হলে বিশেষ ক্লাসের মাধ্যমে ক্ষতি পূরণের ব্যবস্থা 
১১)  নিয়মিত ক্লাস টেস্ট  মাসিক টেস্ট গ্রহণ  
১২)  শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে শিক্ষা সফরের ব্যবস্থা 

আমাদের লক্ষ্য.........
ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানের শিক্ষার্থী গড়ে তোলা 
শিক্ষার্থীদের সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক ব্যক্তি হিসেবে গড়ে তোলা ।
শিক্ষার্থীদেরকে জংগীবাদ,সন্ত্রাস ও দুর্নীতির ব্যাপারে আপসহীন মনোভাব গড়ে তোলা ।
রাজনীতি ও নকলমুক্ত পরিবেশে শিক্ষা প্রদান ।
পোশাক

ভর্তির পড় ক্লাসের প্রথম দিন থেকেই ব্যাগসহ কলেজ নির্ধারিত নিন্মরূপ পোশাক পরিধান করে ক্লাসে প্রবেশ করতে হবে 
ছাত্র
নেভি ব্লু প্যান্টসাদা ফুল/হাফ শার্টনেভি ব্লু টাই এবং কালো লেদার সু
ছাত্রী
সাদা সালোয়ার- কামিজ, অ্যাপ্রুণ ও মাথার স্ক্রাবআকাশী ওড়না ও বেল্ট এবং কালো বন্ধু সু

ভর্তির সময় প্রদেয় ফির বিবরণ.....
(সকল গ্রুপের জন্য প্রযোজ্য) ভর্তি ফি-৩০০/= সেশন ফি-১১০০/= ছাত্র কল্যাণ-১০০, সর্বমোট- ১৫০০/=

অন্যান্য নীতিমালা.... শিক্ষাবর্ষে মোট গৃহীত ক্লাসে ৮০% উপস্থিতি না থাকলে একাদশ শ্রেণি থেকে দ্বাদশ এবং দ্বাদশ
শ্রেণির ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে না । অসুস্থতাজনিত ছুটির প্রয়োজন পরলে সঙ্গে সঙ্গে অভিভাবকের মতামত ও ডাক্তারি সনদসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে অনুমতি নিতে হবে । প্রতি ক্লাসে অনুপস্থিতির জন্য ১০/= টাকা হারে জরিমানা পরবর্তী মাসের বেতনের সাথে আদায় করা হবে । কর্মে ও আচরণে কলেজের পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে হবে । সকল প্রকার পরীক্ষায় অংশ গ্রহণ বাধ্যতামূলক । অন্যথায় নির্ধারিত হারে জরিমানা আদায় করা হবে । প্রতি ইংরেজি মাসের ২০-২৫ তারিখের মধ্যে সে মাসের বেতন জরিমানা থাকলে জরিমানাসহ পরিশোধ করতে হবে। একাধারে ২ মাস বেতন না দিলে হাজিরা সিট থেকে নাম কাটা যাবে এবং পুনঃ ভর্তি ফিসহ পাওনাদি পরিশোধ করে নাম তালিকাভূক্ত করতে হবে । উল্লেখ্য যে, জরিমানা কেবল শিক্ষার্থীদের নিয়মানুবর্তী করার জন্য; অর্থ আদায় করার জন্য নয়। নিয়ম মেনে চললে জরিমানা আদায়ের প্রশ্নই উঠেনা ।
অত্র কলেজে অনুমোদিত বিষয় সমূহঃ-   
* বিজ্ঞান বিভাগ-

·         আবশ্যিক বিষয়- বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থ, রসায়ন, জীববিদ্যা ।

·         ঐচ্ছিক বিষয়- গণিত ।
* ব্যবসায় শিক্ষা বিভাগ-

·         আবশ্যিক বিষয়- বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন বিপণন ও ব্যবস্থাপনা ।

·         ঐচ্ছিক বিষয়- ফিন্যান্স ব্যাংকিং ও বীমা ।
* মানবিক বিভাগ-

·         আবশ্যিক বিষয়- বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পৌরনীতি ও সুশাসন, সমাজ কর্ম, অর্থনীতি ।

·         ঐচ্ছিক বিষয়- ইসলাম শিক্ষা । বিঃ দ্রঃ চতুর্থ বিষয়ের ক্লাসে উপস্থিতি, পরীক্ষায় অংশ গ্রহণ ও পাশ করা বাধ্যতামূলক ।

কলেজের সুবিধাদি......
লাইব্রেরিঃ কলেজের আছে বিষয় ভিত্তিক পর্যাপ্ত বইয়ের সমাহার । শিক্ষার্থীরা অবসরে পাঠাগারে বসে আথবা নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য লাইব্রেরি থেকে বই বাড়িতে নিয়ে পড়তে পারবে ।

পৃথক বিজ্ঞানাগারে নিয়মিত ব্যবহারিক ক্লাসের সুবিধা ।